Breaking News

৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল

৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল: আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের আর্টিকেলে ৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর শেয়ার করা হবে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল

প্রশ্ন ১। নাবিলা একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তিনি সারাদিন কর্মব্যস্ত থাকলেও গৃহে ফিরে তিনি তার গৃহসম্পদের সুষ্ঠু ব্যবহারের প্রতি লক্ষ রাখেন। গৃহ ব্যবস্থাপনায় তিনি বস্তুগত সম্পদ যেমন কাজে লাগান, তেমনি পরিবারের সদস্যদের মানবীয় সম্পদেরও সুষ্ঠু ব্যবহার করতে সক্ষম হন। (৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল)

ক. বাজেট কাকে বলে?
খ. সম্পদের মৌলিক বৈশিষ্ট্যগুলো লেখ।
গ. গৃহ ব্যবস্থাপনায় নাবিলার কৌশলগুলো ব্যাখ্যা কর।
ঘ. “মানবীয় সম্পদগুলো পরস্পর নির্ভরশীল ও সম্পর্কযুক্ত”- এ ধারণার সাথে তুমি কি একমত? বিশ্লেষণ কর।

১নং প্রশ্নের উত্তর

ক। অর্থ ব্যয়ের পূর্বপরিকল্পনাকে বাজেট বলে।

খ। সম্পদের কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে। যেমন- ১. সম্পদের উপযোগ, ২. সম্পদের সীমাবদ্ধতা, ৩. সম্পদের ব্যবহার পরস্পর সম্পর্কযুক্ত, ৪. সকল সম্পদই ক্ষমতাধীন ইত্যাদি। (৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল)

গ। উদ্দীপকের নাবিলা একাধারে চাকরিজীবী ও গৃহিণী। এ ধরনের বহুমুখী কাজ স্বল্প সময় ও শক্তি দ্বারা সম্পন্ন করার জন্য গার্হস্থ্য অর্থনীতিবিদগণ সময় ও শক্তির সদ্ব্যবহার করে কাজ সহজ করার বিভিন্ন কৌশল হিসেবে পাঁচ ধরনের পরিবর্তনের কথা উল্লেখ করেছেন। যথা-

১. দেহের অবস্থান ও গতিতে পরিবর্তন: কাজ করার সময় দেহের সঠিক অবস্থান ও সঠিক দেহভঙ্গি বজায় রাখলে কম শক্তি ব্যয়ে বেশি কাজ করা যায়। (৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল)
২. কাজ করার স্থানের ও কাজের সরঞ্জামের পরিবর্তন: কাজের জন্য স্থান ও সাজসরঞ্জামের প্রয়োজনীয় পরিবর্তন সাধন করে কাজ সহজ করা যায়।
৩. উৎপাদনের বিভিন্ন পর্যায়ের পরিবর্তন: কোনোকিছু উৎপাদন বা প্রস্তুত করার পদ্ধতির বিভিন্ন পর্যায়ে পরিবর্তন এনে কাজ সহজ করা যায়। (৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল)
৪. উৎপাদিত দ্রব্যে পরিবর্তন: উৎপাদিত দ্রব্যে পরিবর্তন করে কাজ সহজ করা যায়। যেমন- সালাদ বানানোর সময় শস্য বা টমেটো মিহিকুচি না করে টুকরা করে কাটলে সময় ও শক্তি কম খরচ হয়।
৫. কাজে বিভিন্ন উপকরণের পরিবর্তন: আজকাল গৃহের কাজ সহজ করার জন্য বিকল্প উপকরণ ব্যবহার করা হয়। যেমন- জন্মদিন, বিয়ের অনুষ্ঠানে অনেক ডিসপোজেবল প্লেট, গ্লাস ইত্যাদি ব্যবহার করা হয়।

আরও দেখুন  ৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ১২ অধ্যায় সৃজনশীল

উদ্দীপকের নাবিলা উল্লিখিত কৌশলগুলোর ব্যবহার করে কাজ করে থাকেন বিধায় পরিবার ও কর্মস্থলের কাজ যথাযথ সম্পন্ন করতে সক্ষম হন। (৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল)

ঘ। মানবীয় সম্পদ বলতে শক্তি, সময়, জ্ঞান, দক্ষতা, মনোভাব ইত্যাদিকে বোঝায়। এসব মানবীয় সম্পদগুলো পরস্পর নির্ভরশীল ও সম্পর্কযুক্ত— এ ধারণার সাথে আমি একমত।

কারণ অনেক সময় দেখা যায়, কারও কোনো বিশেষ কাজের দক্ষতা ও জ্ঞান আছে। কিন্তু কাজ করার মনোভাব বা আগ্রহ না থাকলে কাজটি কখনো সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে না। আবার অনেক সময় দেখা যায়, শক্তি ও সময় দুটোই আছে। কিন্তু কাজ করার মতো জ্ঞান বা দক্ষতা নেই। এক্ষেত্রে ওই ব্যক্তি কাজটি যথাযথ করতে পারবে না।

কিছু কিছু সময় দেখা যায়, শক্তি, জ্ঞান, দক্ষতা ও মনোভাব রয়েছে। কিন্তু কাজটি করার মতো সময় হাতে নেই। কাজেই কাজটি সম্পন্ন হবে না। মানবীয় সম্পদের কোনো একটিকে ব্যতিরেকে কাজ সম্পন্ন হয় না। এক্ষেত্রে দরকার পরস্পরের সমন্বয়তা। তাই বলা যায়, মানবীয় সকল সম্পদ পরস্পর নির্ভরশীল ও সম্পর্কযুক্ত। (৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল)

প্রশ্ন ২। চম্পা একজন আদর্শ গৃহিণী। তিনি পরিবারের সবার প্রতি যথাসাধ্য খেয়াল রাখেন। অল্প সময় ও শক্তি খরচ করে অনেক কাজ করার চেষ্টা করেন। তিনি যেকোনো কাজ করার আগে পরিকল্পনা করে নেন। এতে তাঁর সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। (৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল)

ক. সংগঠন কী?
খ. অযথা সময় নষ্ট করা উচিত নয় কেন?
গ. কাজের সফলতা বা ব্যর্থতা কীভাবে জানা যায়? বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের চম্পা গৃহ ব্যবস্থাপনার কোন স্তরটি অনুসরণ করেছেন? বিশ্লেষণ কর।

২নং প্রশ্নের উত্তর

ক। পরিকল্পনার বিভিন্ন কাজের সংযোগ সাধন করার নাম সংগঠন।

খ। মানবীয় সম্পদগুলোর মধ্যে সময় অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। সময় প্রকৃতির নিয়মে বয়ে চলে। জন্মের পর থেকেই আমরা এ সম্পদের অধিকারী হয়ে যাই। সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়। তাই সময়ের কাজ সময়ে করতে হয়। অযথা সময় নষ্ট করা উচিত নয়। সময়ের সঠিক পরিকল্পনা করে আমরা যদি কাজ করি, তাহলে সব কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারব এবং ‘অভীষ্ট লক্ষ্য অর্জন করতে পারব। (৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল)

আরও দেখুন  ৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ১৩ অধ্যায় সৃজনশীল

গ। কাজের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে সঠিক পরিকল্পনার ওপর। যেকোনো কাজের প্রথম স্তর হলো পরিকল্পনা প্রণয়ন। পরিকল্পনাকে অনুসরণ করেই পরবর্তী কাজগুলো করা হয়। সেজন্য পরিকল্পনাকে যেকোনো কাজের মূলভিত্তি বলা হয়। পরিকল্পনা হলো লক্ষ্য অনুযায়ী ভবিষ্যৎ কার্যকলাপের পূর্বাভাস। লক্ষ্য অর্জন করার জন্য কী কাজ করা হবে, কেন করা প্রয়োজন, কখন এবং কীভাবে প্রতিটি কাজ করা হবে ইত্যাদি বিষয়ে পরিকল্পনা করে কাজ করলে জীবনে সফলতা আসে আর ভুল পরিকল্পনা জীবন ব্যর্থতায় পতিত হয়। তাই বলা যায়, কাজের সফলতা ও ব্যর্থতা জানা যায় সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে।

ঘ। উদ্দীপকের চম্পা গৃহ ব্যবস্থাপনার কাজ সহজকরণের কলাকৌশলের স্তরটি পরিকল্পনার মাধ্যমে অনুসরণ করেছেন। চম্পা একজন গৃহিণী। পরিবারের সকল সদস্যের প্রতি যথাসাধ্য খেয়াল রাখেন। বহুমুখী কাজ স্বল্প সময় ও শক্তি দ্বারা সম্পন্ন করার জন্য গার্হস্থ্য অর্থনীতিবিদগণ সময় ও শক্তির সদ্ব্যবহার করে কাজ সহজ করার বিভিন্ন কৌশল হিসেবে পাঁচ ধরনের কাজের সহজ পরিকল্পনার কথা বলেছেন। যথা-

১. দেহের অবস্থান ও গতিতে পরিবর্তন: কাজ করার সময় দেহের সঠিক অবস্থান ও সঠিক দেহভঙ্গি বজায় রাখলে কম শক্তি ব্যয়ে বেশি কাজ করা যায়। (৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল)
২. কাজ করার স্থানের ও কাজের সরঞ্জামের পরিবর্তন: কাজের জন্য স্থান ও সাজসরঞ্জামের প্রয়োজনীয় পরিবর্তন সাধন করে কাজ সহজ করা যায়।
৩. উৎপাদনের বিভিন্ন পর্যায়ের পরিবর্তন : কোনোকিছু উৎপাদন বা প্রস্তুত করার পদ্ধতির বিভিন্ন পর্যায়ে পরিবর্তন এনে কাজ সহজ করা যায়।
৪. উৎপাদিত দ্রব্যে পরিবর্তন: উৎপাদিত দ্রব্যে পরিবর্তন করে কাজ সহজ করা যায়। যেমন- সালাদ বানানোর সময় শস্য বা টমেটো মিহিকুচি না করে টুকরা করে কাটলে সময় ও শক্তি কম খরচ হয়।
৫. কাজে বিভিন্ন উপকরণের পরিবর্তন : আজকাল গৃহের কাজ সহজ করার জন্য বিকল্প উপকরণ ব্যবহার করা হয়। যেমন- জন্মদিন, বিয়ের অনুষ্ঠানে অনেক ডিসপোজেবল প্লেট, গ্লাস ইত্যাদি ব্যবহার করা হয়। (৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল)

আরও দেখুন  ৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ২য় অধ্যায় সৃজনশীল

পরিশেষে বলা যায়, উদ্দীপকের চম্পা উল্লিখিত কৌশলগুলোর ব্যবহার করে কাজ করে থাকেন বিধায় পরিবারের কাজ যথাযথভাবে পরিকল্পনার মাধ্যমে সম্পন্ন করতে সক্ষম হন।

আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা বিষয়ক সকল ধরণের আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

About মেরাজুল ইসলাম

শিক্ষা মেলা একটি শিক্ষা মূলক ওয়েবসাইট। এখানে নিন্ম মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ সকল শ্রেণির সাজেশন, প্রশ্নোত্তর ও আর্টিকেল শেয়ার করা হয়।

Check Also

৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ১০ম অধ্যায়

৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ১০ম অধ্যায় সৃজনশীল

৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ১০ম অধ্যায় সৃজনশীল: আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *