Breaking News

৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ২য় অধ্যায় সৃজনশীল

৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ২য় অধ্যায় সৃজনশীল: আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের আর্টিকেলে ৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর শেয়ার করা হবে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ২য় অধ্যায় সৃজনশীল

প্রশ্ন ১| স্বর্ণা তার গৃহের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের গৃহসামগ্রী ক্রয় করে থাকেন। সামগ্রী ক্রয়ের পূর্বে তিনি ক্রয়ের নীতিগুলো বিবেচনা করে পরিকল্পনার মাধ্যমে ক্রয়ের কাজে অগ্রসর হন। ভোক্তার অধিকারগুলো সম্পর্কে তিনি অত্যন্ত সচেতন। (৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ২য় অধ্যায় সৃজনশীল)

ক. গৃহসামগ্রী কাকে বলে?
খ. গৃহের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সামগ্রীর প্রয়োজন হয়- ব্যাখ্যা কর।
গ. সামগ্রী ক্রয়ের নীতিগুলো সম্পর্কে জানার ফলে স্বর্ণা কীভাবে ক্রয়ের ক্ষেত্রে সাফল্য লাভ করেন বর্ণনা কর।
ঘ. ভোক্তা হিসেবে নিজের অধিকারগুলো জানা থাকলে প্রতারিত হতে হয় না– উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

১নং প্রশ্নের উত্তর

ক। পারিবারিক জীবনে বিভিন্ন রকম কাজ করার জন্য যেসব সরঞ্জাম, যন্ত্রপাতি ও অন্যান্য দ্রব্য ব্যবহার করা হয়, সেগুলোকে গৃহসামগ্রী বলে।

খ। গৃহের বিভিন্ন কাজের জন্য প্রয়োজনীয় গৃহসামগ্রীর সঠিক ব্যবহার আমাদের কাজ অনেক সহজ ও আরামদায়ক করে দেয়। বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সামগ্রী ব্যবহারের প্রয়োজন হয়। যেমন- রান্নার সামগ্রী – হাঁড়ি, পাতিল, কড়াই, খুন্তি, চুলা, বঁটি, দা, ছুরি, ব্লেন্ডার, প্রেসার কুকার ইত্যাদি। খাবার কাজের সামগ্রী প্লেট, বাটি, গামলা, গ্লাস, জগ, চামচ, কাঁটা চামচ, কাপ, পিরিচ, ট্রে, ট্রলি ইত্যাদি। অন্যান্য সামগ্রী— ধোয়া ও পরিষ্কার করার সামগ্রী, লন্ড্রির কাজের সামগ্রী পড়ালেখার সামগ্রী প্রাথমিক চিকিৎসার বাক্স, হাতুড়ি, করাত, ক্রুড্রাইভার, টেস্টার, খেলার সামগ্রী ইত্যাদি। (৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ২য় অধ্যায় সৃজনশীল)

গ। গৃহসামগ্রী ক্রয়ের সময়ে বিবেচ্য বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হয়। উদ্দীপকের স্বর্ণা তা বিবেচনায় রেখে প্রয়োজন অনুযায়ী সামগ্রী ক্রয় করে থাকেন। এ নীতিগুলো সম্পর্কে জানার ফলে স্বর্ণা অর্থসম্পদের স্বল্পতার কারণে তিনি প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর তালিকা করে। পরিকল্পনার মাধ্যমে গৃহসামগ্রী ক্রয় করে থাকেন।

আরও দেখুন  ৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ১৩ অধ্যায় সৃজনশীল

সাধারণত পরিকল্পনা ছাড়া গৃহসামগ্রী ক্রয় করলে বেশিরভাগ চাহিদা অপূর্ণ থেকে যায়। তাই সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই একটা পরিকল্পনা করতে হবে। কোন সামগ্রী কখন, কোন- কাজের জন্য, কোথা থেকে কেনা হবে, কেনার সামর্থ্য আছে কি না ইত্যাদি বিষয় বিবেচনা করে ক্রয়ের পরিকল্পনা করা হয়। যেমন- শহরে চুলা কেনার সময় সংগতি থাকলে বড় পরিবারের জন্য দুই বা ততোধিক বার্নারের গ্যাস চুলা ক্রয় করলে, অল্প সময়ে বেশি রান্না করা যাবে। (৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ২য় অধ্যায় সৃজনশীল)

অন্যদিকে, গ্রামে গ্যাসের চুলার চেয়ে মাটির চুলার জ্বালানি সহজে ও সুলডে পাওয়া যায়। এ থেকে বলা যায়, স্বর্ণা প্রয়োজন অনুযায়ী ক্রমানুসারে পরিকল্পনার মাধ্যমে ক্রয় করে সাফল্য লাভ করেন।

ঘ। উদ্দীপকে স্বর্ণা যিনি ভোক্তা হিসেবে নিজের অধিকার সম্পর্কে অত্যন্ত সচেতন। একজন ডোক্তার সন্তুষ্টি লাভ হয়, অর্থকে সঠিকভাবে ব্যবহার করলে। সেজন্যই ভোক্তার অধিকার, জানার, অধিকার, অভিযোগ করার অধিকার, ক্ষতিপূরণ পাওয়ার অধিকারসহ আরও কয়েকটি অধিকার। (৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ২য় অধ্যায় সৃজনশীল)

ভোত্তার জীবন ও স্বাস্থ্যরক্ষার জন্য বিপজ্জনক ও অনিষ্টকারী পণ্য যেন উৎপাদন ও বাজারে বিক্রি না হয় সে ব্যাপারে নিয়ম থাকতে হবে। কোনো দ্রব্য কেনার আগে ক্রেতার দ্রব্যটির গুণগত মান সম্পর্কে জানার প্রয়োজন এবং দ্রব্যটির মেয়াদকাল, ব্যবহারের নিয়ম ইত্যাদিও জানতে হবে। তাছাড়া কোনো দ্রব্য কেনার আগে পণ্য যাচাই করে কিনতে হবে।

যদি কোনো দ্রব্য খারাপ মানের হয় তবে ভোক্তারা দ্রব্যের দোষত্রুটি সম্পর্কে, অভিযোগ করতে পারবে। কোনো দ্রব্য ব্যবহারে ডোক্তা ক্ষতিগ্রস্ত হলে বিক্রেতাকে তার ক্ষতিপূরণ দিতে হবে। অনেক বিক্রেতা ভোক্তাকে ক্যাশমেমো দিতে চান না। কিন্তু ভোক্তাদের সচেতনভাবে ক্যাশমেমো সংগ্রহ করতে হবে। অতএব বলা যায়, ভোক্তা হিসেবে এ অধিকারগুলো জানা থাকলে দ্রব্যসামগ্রী ক্রয়ে প্রতারিত হতে হয় না। (৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ২য় অধ্যায় সৃজনশীল)

আরও দেখুন  ৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল

প্রশ্ন ২| মিসেস শান্তা দ্রব্যসামগ্রী ক্রয় করার আগে বাজারমূল্য যাচাই করতে চান। ভোক্তা হিসেবে তিনি লক্ষ করেন বাজারের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন নয়। এজন্য তিনি সামগ্রী ক্রয়ে অসুবিধার সম্মুখীন হন এবং ভোক্তার মৌলিক অধিকার ভোগ করতে পারেননি। শান্তার পরিস্থিতি দেখে বান্ধবী বলেন, বিক্রেতারা নানাভাবে আমাদের প্রতারিত করছে। (৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ২য় অধ্যায় সৃজনশীল)

ক. ভোক্তার একটি অন্যতম অধিকার কোনটি?
খ. বাজারমূল্য সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন কেন?
গ. ভোক্তা হিসেবে শান্তা কোন অধিকার থেকে বঞ্চিত হয়েছেন? বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত উক্তিটি যথার্থ কী? মূল্যায়ন কর।

২নং প্রশ্নের উত্তর

ক। ভোক্তার একটি অন্যতম অধিকার হলো শিক্ষা লাভের অধিকার।

খ। যেকোনো সামগ্রী কিনতে হলে তার বাজারমূল্য যাচাই করে অপেক্ষাকৃত সুলভমূল্যে কেনার চেষ্টা করা উচিত। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয়ের সময় বিভিন্ন দোকান ঘুরে বাজারমূল্য যাচাই করে ক্রয় করলে আর্থিক দিক থেকে লাভবান হওয়া যায়। তাই বাজারমূল্য সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। (৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ২য় অধ্যায় সৃজনশীল)

গ। ভোক্তা হিসেবে শান্তা স্বাস্থ্যকর পরিবেশের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। সব ভোক্তার সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ পাওয়ার অধিকার রয়েছে। হাট-বাজার বা দোকানের পরিবেশ যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং যাতে ভোক্তারা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে। (৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ২য় অধ্যায় সৃজনশীল)

ভোক্তার যাতায়াতের সব পরিবেশ যেন দূষণমুক্ত, কোলাহলমুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা থাকতে হবে। কিন্তু উদ্দীপকে শান্তা স্বাস্থ্যকর পরিবেশের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। ডোক্তা হিসেবে মিসেস শান্তা লক্ষ করলেন, বাজারের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন নয়। এজন্য তিনি সামগ্রী ব্রুয়ে অসুবিধার সম্মুখীন হন এবং ভোক্তার মৌলিক অধিকার ভোগ করতে পারেননি।

ঘ। হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকে উল্লিখিত উক্তিটি যথার্থ। উদ্দীপকে শান্তা ডোক্তার স্বাস্থ্যকর পরিবেশের অধিকার থেকে বঞ্চিত। শান্তার এ পরিস্থিতি দেখে বান্ধবী বলেন, বিক্রেতারা আমাদের নানাভাবে প্রতারিত করছে। চাহিদা পূরণের জন্য যেকোনো দ্রব্য বা জিনিস আমরা বিক্রেতার কাছ থেকে কিনে থাকি। (৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ২য় অধ্যায় সৃজনশীল)

আরও দেখুন  ৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ৮ম অধ্যায় সৃজনশীল

প্রায়ই দেখা যায়, ক্রেতা বা ভোক্তার নানাভাবে বিক্রেতার দ্বারা প্রতারিত ও নাজেহাল হচ্ছে। শুধু বিক্রেতারাই নয়, উৎপাদনকারীরা খারাপ মানের দ্রব্য তৈরি করে আমাদের প্রতারণা, করছে বা ঠকাচ্ছে। আমাদের মতো দেশে বেশিরভাগ বিক্রেতারা বা উৎপাদনকারীরা বেশি লাভ করার জন্য নানাভাবে প্রতারিত করছে।

যেমন— জিনিসপত্রের মূল্য অধিক ও অযৌক্তিকভাবে নির্ধারণ করছে। প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার করছে, দূষিত ও ভেজাল দ্রব্য বিক্রি করছে, দ্রব্যের ওজন ও মাপ ঠিক না রাখা এবং ভোক্তার মৌলিক সাতটি অধিকার থেকেও বঞ্চিত করছে। উদ্দীপকে শান্তাও ভোক্তা অধিকার থেকে বঞ্চিত। তাই তার বান্ধবীর উক্তিটি যথার্থ। (৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ২য় অধ্যায় সৃজনশীল)

আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা বিষয়ক সকল ধরণের আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

About মেরাজুল ইসলাম

শিক্ষা মেলা একটি শিক্ষা মূলক ওয়েবসাইট। এখানে নিন্ম মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ সকল শ্রেণির সাজেশন, প্রশ্নোত্তর ও আর্টিকেল শেয়ার করা হয়।

Check Also

৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ১০ম অধ্যায়

৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ১০ম অধ্যায় সৃজনশীল

৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ১০ম অধ্যায় সৃজনশীল: আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *