Breaking News

৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ১২ অধ্যায় সৃজনশীল

৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ১২ অধ্যায় সৃজনশীল: আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের আর্টিকেলে ৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ১২ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর শেয়ার করা হবে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ১২ অধ্যায় সৃজনশীল

প্রশ্ন ১। তিন্নি শীতের শুরুতে শীতবস্ত্র ও বিছানার চাদর কেনার জন্য নিউমার্কেটে গেল। সে একটি সুতি বিছানার চাদর কিনল এবং পশমি দুটো সোয়েটার কিনল। সে রেশমের একটি জামা কিনতে চাইলেও দামে পারল না। তাই সে রেয়নের একটি সুন্দর জামা কিনল।

ক. লিনেন তন্তু কী হতে উৎপন্ন হয়?
খ. রেশম তন্তু আকর্ষণীয় কেন?
গ. তিন্নি সুতি বিছানার চাদর বেছে নিয়েছে কী করতে? ব্যাখ্যা কর।
ঘ. তিন্নির কেনাকাটার যৌক্তিকতা বিচার কর।

১নং প্রশ্নের উত্তর

ক। লিনেন তন্তু তিসি বা মসিনা গাছ হতে উৎপন্ন হয়।

খ। রেশম তন্তু প্রাকৃতিক তন্তুর মধ্যে সবচেয়ে বড়, উজ্জ্বল ও মেলায়েম প্রাণিজ তন্তু। রেশম তন্তুর বস্ত্রে সহজে ভাঁজ পড়ে না এবং শুষ্ক অবস্থায় সহজে তিলা বা ছোট ছোট দাগ পড়ে না। এর রং ধারণক্ষমতা ভালো বলে এটি উজ্জ্বল রঙের হয়। এ তন্তুর কাপড় বহুমুখী ব্যবহারের উপযোগী। আনুষ্ঠানিক ও বিলাসবহুল পোশাকের জন্য এটি অত্যন্ত উপযোগী। সব মিলিয়ে বাহ্যিক সৌন্দর্য, উজ্জ্বলতা এবং রঙের কারণে সকলের কাছে রেশম তন্তু আকর্ষণীয়।

গ। বিছানার চাদর হিসেবে সুতি তন্তু বা সুতি কাপড়ের উপযোগিতা বেশি। তাই তিন্নি সুতি বিছানার চাদর বেছে নিয়েছে। আমরা জানি, সুতি বা তুলা তন্তুর মূল্য তুলনামূলকভাবে কম।

এজন্য পোশাক ছাড়াও এ তন্তুর তৈরি বিছানার চাদর, শাড়ি, লুঙ্গি, গামছা, মশারি, লেপ, সোফার কাপড়, ন্যাপকিন, ঘর সাজাবার সামগ্রী ইত্যাদি কম ব্যয়বহুল হয়। তাই তিনি দামের দিক মাথায় রেখে সুতি চাদর কিনেছে। সুতি কাপড় তাপ সুপরিবাহী নরম এবং মসৃণ জমিনের হয়। তাই তিনি বিছানা আরামদায়ক করার জন্য সুতি চাদর বেছে নিয়েছে।

আরও দেখুন  ৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ৭ম অধ্যায় সৃজনশীল

তাছাড়া এটি সব ঋতুতে ব্যবহারোপযোগী, এর যত্ন নেওয়া অতি সহজ। সাবান, সোডা, গরম পানি দিয়ে ধোয়া যায়। ধোয়ার সময় ঘষা বা রগড়ানো যায়। ইস্ত্রি করার সময়ও সাবধানতা অবলম্বন করতে হয় না। এতে দাগ লাগলে সহজে তোলা যায়। এ ধরনের কাপড় ছত্রাক ও কীটপতঙ্গ দ্বারা সহজে আক্রান্ত হয় না। সুতি তন্তুর এতগুলো গুণের কারণেই তিন্নি সুতি বিছানার চাদর বেছে নিয়েছে।

ঘ। আমার মতে, তিন্নির কেনাকাটা সম্পূর্ণ যৌক্তিক হয়েছে। সে বিছানার চাদর ও শীতবস্ত্র কেনার উদ্দেশ্যে নিউমার্কেটে গিয়ে সুতির বিছানার চাদর কিনেছে এবং দুটি পশমি সুয়েটার কিনেছে।

সে রেশমের জামা দামি বলে রেয়নের একটি জামা কিনেছে। তার কেনাকাটায় আমি তার যথেষ্ট বিচক্ষণতার পরিচয় পাচ্ছি। সে সুতি বিছানার চাদর কিনেছে। গার্হস্থ্য বিজ্ঞান পাঠে আমরা জেনেছি যে, তুলা তন্তু বা সুতি কাপড় গুণে ভালো এবং আর্থিক দিক দিয়ে সাশ্রয়ী। সুতি কাপড়কে তার গুণের জন্য তন্তুর রাজা বলা হয়। এ তন্তু তাপ সুপরিবাহী, নরম ও মসৃণ জমিনের।

এটির যত্ন নেওয়া অতি সহজ। এতে দাগ লাগলে সহজে দাগ তোলা যায় এবং সহজে ধোয়া যায়। সুতি বস্ত্র মজবুত ও টেকসই হয়। এ ধরনের বস্তু অন্যান্য বস্ত্রের তুলনায় সহজলভ্য এবং দামে সস্তা। তাই সুতি বিছানার চাদর কিনে তিন্নি বিচক্ষণতার পরিচয় দিয়েছে। সে পশমি সুয়েটার কিনেও বিচক্ষণ ক্রেতার পরিচয় দিয়েছে। কারণ পশম তাপের সুপরিবাহী নয়। তাই শীতবস্ত্র হিসেবে এর জুড়ি মেলা ভার।

তাছাড়া এটি বেশ নমনীয় এবং স্থিতিস্থাপক। এজন্য সহজে ভাঁজ পড়ে না। এটি যথেষ্ট টেকসইও হয়। তাই পশমি সোয়েটার কিনে সে সঠিক কাজটি করেছে। আবার তিন্নি রেশম তন্তুর একটি জামা কিনতে চেয়েছিল। অতএব বলা যায় যে, তিন্নি কেনাকাটায় যথেষ্ট পারদর্শী এবং সকল দিক দিয়েই তার কেনাকাটা যৌক্তিক হয়েছে।

আরও দেখুন  ৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ৫ম অধ্যায় সৃজনশীল

প্রশ্ন ২। শাকেরা প্রাকৃতিক তন্তু পছন্দ করেন। প্রয়োজন হলে কৃত্রিম তন্তুর পোশাকও পরিধান করেন। গ্রীষ্মকালে সুতি কাপড় ব্যবহারে আরামবোধ করেন। আর শীতকালে পশম তন্তুর পোশাক পরিধান করেন।

ক. গুটি পোকার লালা থেকে কোন তন্তু উৎপাদিত হয়?
খ. রেয়ন তন্তুকে কৃত্রিম রেশম বলা হয় কেন?
গ. শাকেরা কোন বৈশিষ্ট্যের কারণে সুতি কাপড় ব্যবহার করেন? বর্ণনা কর।
ঘ. শাকেরার ব্যবহৃত শীতবস্ত্রের গুণাগুণগুলো কী? বিশ্লেষণ কর।

২নং প্রশ্নের উত্তর

ক। গুটি পোকার লালা থেকে রেশম তন্তু উৎপাদিত হয়।

খ। রেয়ন উৎপাদনের মূল উপাদান হলো বিশুদ্ধ সেলুলোজ। এরা ১৪৯° সেলসিয়াসের অধিক তাপে পুড়ে যায়। পানিতে রেয়ন সুতি অপেক্ষা বেশি সংকুচিত হয়। তাপের সুপরিবাহক। রেয়নের স্থিতিস্থাপকতা রেশমের চেয়ে বেশি। রেয়ন তন্তুর বস্ত্র রেশম তন্তুর মতো সুন্দর ও উজ্জ্বল। তাই একে কৃত্রিম রেশম বলা হয় ।

গ। উদ্দীপকের শাকেরা সুতি কাপড় পরিধান করেন। কারণ সুতি কাপড় প্রাকৃতিক তন্তু দিয়ে তৈরি হয়। সুতি তন্তুগুলো আসে তুলা থেকে। এটি অনেক আরামদায়ক। তাছাড়া আরও কিছু বৈশিষ্ট্য আছে, যার কারণে শাকেরা সুতি কাপড় পরিধান করেন। যেমন-

১. সুতি কাপড় সহজে ভাঁজ করা যায়।
২. এর উজ্জ্বলতা কম ও তাপ সুপরিবাহী হয়।
৩. সুতি তন্তুর শোষণক্ষমতা ভালো।
৪. সহজেই যত্ন ও মাড় দেওয়া যায় ।
৫. যেকোনো সাবান, সোডা, গরম পানি দিয়ে ধোয়া যায়।
৬. ধোয়ার সময় ঘষা ও র‍্যাড়ানো যায় ।
৭. সুতি কাপড়ের মূল্য তুলনামূলক কম।
৮. সুতি কাপড় সব ঋতুতেই ব্যবহার করা যায়।

উপরিউক্ত বৈশিষ্ট্য বা গুণাবলির কারণেই শাকেরা সুতি কাপড় ব্যবহার করেন।

ঘ। উদ্দীপকের শাকেরা পশম তন্তু ব্যবহার করেন শীতকালে। পশম একটি প্রাণিজ তন্তু। ভেড়ার লোমই পশমি বস্ত্রে বেশি ব্যবহৃত হয়। নিচে পশম তন্তুর গুণাগুণ তুলে ধরা হলো-

আরও দেখুন  ৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ১১ অধ্যায় সৃজনশীল

১. পানি শোষণ ক্ষমতা সবচেয়ে ভালো।
২. বেশ নমনীয় ও স্থিতিস্থাপক।
৩. সহজে ভাঁজ পড়ে না।
৪. তাপের সুপরিবাহী।
৫. শীতকালের পোশাক সোয়েটার, মোজা, মাফলার, কোট, জ্যাকেট ইত্যাদি পশমি কাপড় দিয়ে তৈরি হয়।
৬. কম্বল, শাল, কার্পেট ইত্যাদিও পশ্চম দিয়ে তৈরি হয়। পশম দিয়ে তৈরি হয় বলে এটি শরীরকে গরম করে আর আরামদায়কও বটে। তাই শীতবস্ত্রের জন্য পশম অনেক উপযোগী।

আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা বিষয়ক সকল ধরণের আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

About মেরাজুল ইসলাম

শিক্ষা মেলা একটি শিক্ষা মূলক ওয়েবসাইট। এখানে নিন্ম মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ সকল শ্রেণির সাজেশন, প্রশ্নোত্তর ও আর্টিকেল শেয়ার করা হয়।

Check Also

৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ৯ম অধ্যায়

৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ৯ম অধ্যায় সৃজনশীল

৭ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ৯ম অধ্যায় সৃজনশীল: আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *