Breaking News

৫ম শ্রেণীর ছাত্রী ৭ মাসের গর্ভবতী, আটক দুলাভাই

টাঙ্গাইলের মির্জাপুরে ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণির এক ছাত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর দুলাভাই সবুজ মিয়াকে (২৪) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ আগস্ট) ছাত্রীর বাবা থানায় লিখিত অভিযোগ দিলে থানা পুলিশ রাতেই শ্বশুরবাড়ি থেকে সবুজ নামের ওই যুবককে আটক করে। জানা গেছে সে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গর্জনা গ্রামের শামছুল হকের ছেলে।

অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় দেড় বছর আগে মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের সলিমনগর গ্রামের জনৈক ব্যক্তির মেয়েকে বিয়ে করেন সবুজ। বিয়ের পর পরই সবুজের নজর পরে স্কুল ছাত্রী শ্যালিকার দিকে।গত সাত মাস আগে শ্বশুরবাড়ি বেড়াতে আসেন সবুজ। বাড়িতে কেউ না থাকার সুযোগে শ্যালিকাকে ফুসলিয়ে কাছে নেন এবং শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন। শ্যালিকা কান্না করলে দুলাভাই সবুজ মিয়া তাকে ভয়ভীতি দেখান। একপর্যায় তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এভাবে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন সবুজ মিয়া। এতে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

আরও দেখুন  মা হওয়ার ইচ্ছা প্রভার, পাচ্ছেন না সন্তানের বাবা

About Solayman Kabir

Check Also

আদালতের বিশেষ রুমে সে’ক্স’রত অবস্থায় নারী পুলিশের সাথে মেলামেশার সময় আটক ওসি..!!

আদালতে নিজ কক্ষে নারী কনস্টেবলের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোর্ট ইন্সপেক্টর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *