মুক্তি, অমিত হাসান, আশরাফুল আলম ( ঘড়ির কাঁটার উল্টোদিকে)
জানা গেছে, বৃহস্পতিবার রাজধানীর গুলশানে অভিনেত্রী আনোয়ারার মেয়ে মুক্তির আমন্ত্রণে একটি সংলাপে অংশ নিয়েছিলেন হিরো আলম। এখানে আরো অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন অমিত হাসান। অনুষ্ঠান শেষে নিজেদের মধ্যে আলাপের এক পর্যায়ে অমিত হাসান হিরো আলমের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন।
মূলত রুমানা ইসলাম মুক্তি ও রুমান আকন মিলে একটি টক শোর আয়োজন করেন। এই টক শোতে হিরো আলম ও অমিত হাসানকে অতিথি করা হয়।