প্রায় এক বছর পর আবার আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ফিরলেন সাকিব আল হাসান। মাঝের এই সময়ে এক নম্বরে থাকা আফগানিস্তানের মোহাম্মদ নবি নেমে গেছেন দুই নম্বরে।
র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। গত বছরের অক্টোবরে সবশেষ চূড়ায় ছিলেন সাকিব।