Breaking News

ছাত্রীকে ফেরত দিয়ে আত্মগোপনে মাদরাসা শিক্ষক

ভূঞাপুরে এক মাদ্রাসার শিক্ষক সনাতন ধর্মের সপ্তম শ্রেণির ছাত্রীকে নিয়ে চলে গেছেন বলে অভিযোগ উঠেছে। তিন দিন পর ছাত্রীকে ফেরত দিয়ে আত্মগোপনে চলে গেছেন অভিযুক্ত শিক্ষক আবু সামা। এ ঘটনায় শিক্ষকের বড় ভাই মোতালেবকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

শনিবার ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। একই দিন আদালতে জবানবন্দি দিয়েছে সে।

জানা যায়, ফলদা ইউনিয়নের ধুবলিয়া গ্রামের আবু সামা ভুক্তভোগী ছাত্রীকে প্রাইভেট পড়াতেন। একপর্যায়ে গত বৃহস্পতিবার বিকেল ছাত্রীকে নিয়ে পালিয়ে যান তিনি। এ ঘটনায় ছাত্রীর বাবা বৃহস্পতিবার রাতে থানায় অভিযোগ দিলে শিক্ষক আবু সামার ভাইকে আটক করে পুলিশ। তবে বিষয়টি যাতে প্রচার না হয় এবং মীমাংসার চেষ্টা করেন স্থানীয় জনপ্রতিনিধি ও থানার পুলিশ। পরে শুক্রবার রাত পর্যন্ত আলোচনা হয়। কিন্তু সমাধান না হওয়ায় শনিবার সকালে ওই ছাত্রীকে ফেরত দিয়ে আত্মগোপনে চলে যান আবু সামা।

ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াকুব আলী বলেন, এ ঘটনায় শিক্ষকসহ দু’জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আরও দেখুন  Myths & Facts About Liability Car Insurance

About Solayman Kabir

Check Also

আদালতের বিশেষ রুমে সে’ক্স’রত অবস্থায় নারী পুলিশের সাথে মেলামেশার সময় আটক ওসি..!!

আদালতে নিজ কক্ষে নারী কনস্টেবলের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোর্ট ইন্সপেক্টর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *