Breaking News

কম্বোডিয়াকে হারিয়ে খরা কাটাল বাংলাদেশ

শুরুতে অধিনায়ক জামাল ভূঁইয়া হাতছাড়া করলেন দারুণ সুযোগ। রাকিব হোসেন উপহার দিলেন চমৎকার গোল। সেটিই শেষ পর্যন্ত গড়ে দিল ব্যবধান। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কম্বোডিয়াকে হারিয়ে জয় খরা কাটাল বাংলাদেশ।

কম্বোডিয়ার জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ পুরুষ ফুটবল দল।

সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচ আর ১০ মাস পর জয়ের দেখা পেল বাংলাদেশ। এর আগে সবশেষ গত বছরের নভেম্বরে তারা শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসা ট্রফিতে মালদ্বীপের বিপক্ষে জিতেছিল ২-১ গোলে। এরপর সাত ম্যাচের পাঁচটিতেই হেরেছিল, ড্র হয়েছিল বাকি দুটি।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৭৪তম কম্বোডিয়ার বিপক্ষে অপরাজেয় যাত্রা অব্যাহত রাখল ১৯২ নম্বরে থাকা বাংলাদেশ। এই নিয়ে পাঁচ ম্যাচের চারটি তারা জিতল, ড্র একটি।

চলতি বছরের শুরুতে দায়িত্ব নেওয়া হাভিয়ের কাবরেরার কোচিংয়ে বাংলাদেশের প্রথম জয় এটি।

চতুর্দশ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পেয়ে হারায় বাংলাদেশ। ডান দিক থেকে বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো-ইন ডি-বক্সে পেয়ে ঠিকমতো শট নিতে পারেননি জামাল। তার প্রচেষ্টা পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়।

১৯তম মিনিটে দারুণ সেভ করে জাল অক্ষত রাখেন বাংলাদেশ গোলরক্ষক আনিসুর রহমান জিকো। অনেকটা দূর থেকে সিন কাকাডার বুলেট গতির শট লাফিয়ে এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠান তিনি।

তিন মিনিট পরই এগিয়ে যায় বাংলাদেশ। মতিন মিয়ার দারুণ পাস ডি-বক্সের সামনে খুঁজে পায় রাকিবকে। বল নিয়ন্ত্রণে নিয়ে একটু ভেতর ঢুকে ডান পায়ের জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধেও রক্ষণ জমাট রেখে খেলে বাংলাদেশ। ফলে তেমন সুবিধা করতে পারেনি স্বাগতিকরা।

৭৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত। বক্সের বাইরে থেকে মতিন মিয়ার জোরাল শট ক্রসবারে লাগে। দুই মিনিট পর প্রতিপক্ষের একটি হেড ঠেকান জিকো।

যোগ করা সময়ে আবারও ব্যবধান বাড়ানোর সুযোগ হারান দ্বিতীয়ার্ধে বদলি নামা মোহাম্মদ ইব্রাহিম। ভালো পজিশনে থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি এই ফরোয়ার্ড।

আরও দেখুন  সোহানের নেতৃত্বে দুবাই যাচ্ছে বাংলাদেশ দল

পরবর্তী প্রীতি ম্যাচে আগামী মঙ্গলবার নেপালের মাঠে খেলবে বাংলাদেশ।

About Solayman Kabir

Check Also

বিশ্বকাপে যাওয়ার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নাটকীয় হারের পরও বাংলাদেশকে এড়াতে পারল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *