Breaking News

এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় সৃজনশীল

এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায়: আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের আর্টিকেলে এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর শেয়ার করা হবে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায়

প্রশ্ন ১। রুমীর স্বপ্ন ছিল একজন ভালো প্রকৌশলী হওয়া। সে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েও সেখানে না পড়ে দেশ মাতৃকার টানে মুক্তিযুদ্ধে যোগ দেন। তার বাবার সাথে এ বিষয়ে আলোচনা করার সময় বাবা বললেন, “অবস্থার পরিপ্রেক্ষিতে লক্ষ্যকেও পরিবর্তন করতে হয়।”

ক. কোন গার্হস্থ্য অর্থনীতিবিদ লক্ষ্যের শ্রেণিবিভাগ করেন?
খ. মধ্যবর্তীকালীন লক্ষ্য বলতে কী বোঝ?
গ. রুমী তার স্বপ্ন পূরণে কীভাবে পর্যায়ক্রমিকভাবে লক্ষ্য নির্ধারণ করেছিলো ব্যাখ্যা করো।
ঘ. রুমীর বাবার মন্তব্যটি পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

১নং প্রশ্নের উত্তর

ক। গার্হস্থ্য অর্থনীতিবিদ নিকেল ও ডরসি লক্ষ্যের শ্রেণিবিভাগ করেন।

খ। দীর্ঘমেয়াদি বা চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য প্রায়ই মধ্যবর্তী বা স্বল্পমেয়াদি কিছু লক্ষ্য অর্জন করতে হয়। মধ্যবর্তীকালীন লক্ষ্যগুলো দীর্ঘমেয়াদি লক্ষ্যের তুলনায় অধিক স্পষ্ট। এ লক্ষ্য অর্জনের জন্য অনেক বেশি সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। যেমন— শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হলে শিক্ষার্থীকে পাবলিক পরীক্ষাগুলোতে অধিক কৃতিত্বের সাথে উত্তীর্ণ হতে হবে।

গ। লক্ষ্য হলো ভবিষ্যতের আকাঙ্ক্ষিত ঘটনা বা পরিস্থিতি। জীবন গতিময় এবং এ গতি স্বভাবতই এক অনন্য গন্তব্য প্রত্যাশী। এই গতিকে প্রবাহমান রেখে প্রার্থিত গন্তব্যে পৌছাতে হলে শুরুতে সুনির্দিষ্টভাবে স্থির করে নিতে হয় জীবনের লক্ষ্য।

জীবনের চূড়ান্ত লক্ষ্য স্থির করার পর সেই লক্ষ্য অর্জনের জন্য নির্ধারিত করতে হয় ছোট ছোট আরো অনেক লক্ষ্য। যেমন: তাৎক্ষণিক ও মধ্যবর্তীকালীন লক্ষ্য। লক্ষ্য। তাৎক্ষণিক এবং মধ্যবর্তীকালীন লক্ষ্য অর্জনের মাধ্যমে চূড়ান্ত লক্ষ্য অর্জন সহজ হয়ে যায়। রুমীর স্বপ্ন হলো প্রকৌশলী হওয়া। এটা ছিল তার চূড়ান্ত লক্ষ্য।

আরও দেখুন  এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় সৃজনশীল

চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য তার মধ্যবর্তী লক্ষ্য ছিল বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে এসএসসি ও এইচএসসিতে ভালো ফলাফল অর্জন করা। আর তাৎক্ষণিক লক্ষ্য ছিল নিয়মিত স্কুল-কলেজে যাওয়া, মনোযোগ সহকারে পড়াশোনা করা, শ্রেণির কাজ ঠিকমতো সম্পন্ন করা এবং ক্লাসে ভালো ফলাফল করা।

সুতরাং একজন মানুষ তখন সফল ব্যক্তি হিসেবে পরিচিতি পাবে যখন সে পর্যায়ক্রমে ও সফলভাবে তাৎক্ষণিক, মধ্যবর্তীকালীন ও চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে পারবে।

ঘ। লক্ষ্য হলো যেকোনো কাজের সঠিক বাস্তবায়নের আকাঙ্ক্ষা। পারিবারিক জীবনে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে লক্ষ্যের পরিবর্তন অনবরত ঘটে। আবার কখনও ধারাবাহিকভাবে ঘটে। কখনও কখনও কোনো লক্ষ্যকে প্রয়োজনে একেবারে বাদও দেওয়া হয়।

লক্ষ্য অর্জন যদি অধিক কষ্টসাধ্য হয় অথবা লক্ষ্য স্থির করার পর তা যদি অযৌক্তিক মনে হয় তবে দৈনন্দিন জীবনে লক্ষ্যের পরিবর্তন ঘটে। মূল্যবোধ লক্ষ্য নির্ধারণের মানদণ্ড, তাই মূল্যবোধের পরিবর্তন ঘটলেও লক্ষ্যের পরিবর্তন ঘটে। পরিবারের সদস্যদের মনোভাব বা আগ্রহ অনেক সময় নতুন লক্ষ্যের সৃষ্টি করে।

পরিবারের বিভিন্ন বিপর্যয় ও সংকট যেমন- দুর্যোগ, মৃত্যু, দুর্ঘটনা, অসুস্থতা, বেকারত্ব ইত্যাদি লক্ষ্যের পরিবর্তন ঘটায়। স্বল্পমেয়াদি লক্ষ্য অর্জনে সফলতা না এলে দীর্ঘমেয়াদি লক্ষ্যে পরিবর্তন দেখা দেয়। মান দ্বারাও লক্ষ্য প্রভাবিত হয়। জীবনযাত্রার মান হ্রাস বৃদ্ধিতে লক্ষ্যে পরিবর্তন আসে।

উদ্দীপকে উল্লিখিত রুমীর ক্ষেত্রে দেখা যায় তার সকল পরিকল্পনা সফলভাবে অগ্রসর হলেও মূল্যবোধের পরিবর্তনের কারণে রুমীর লক্ষ্যের পরিবর্তন হয়েছে। দেশরূপী মা ও দেশের জনগণরূপী ভাইবোনের ওপর পাকিস্তানি সেনাবাহিনীর অন্যায় অবিচার দেখে সে চুপ থাকতে পারেনি।

এমন পরিস্থিতিতে দেশের প্রয়োজনে উচ্চ শিক্ষা লাভের চেয়ে অসহায় দেশ ও দেশের মানুষের পাশে দাঁড়ানো তার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। সুতরাং, রুমীর বাবার বক্তব্যটি অত্যন্ত যথার্থ বলে আমি মনে করি।

প্রশ্ন ২। দুই ছেলেমেয়ে নিয়ে সালেহা বেগমের পরিবার। তিনি একটি স্কুলে শিক্ষকতা করেন। এছাড়া বাড়ির প্রতিটি কাজ কে কীভাবে করবে তার সার্বিক তদারকির কাজটিও তিনি করেন। তার ছেলেমেয়ে দুজনেরই লক্ষ্য ভবিষ্যতে ডাক্তার হবে। সালেহা বেগমও ছেলেমেয়েদের লক্ষ্য পূরণে ধাপে ধাপে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে চেষ্টা করেন।

আরও দেখুন  এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় সৃজনশীল

ক. গৃহ ব্যবস্থাপনার চালিকা শক্তি কোনগুলো?
খ. দীর্ঘমেয়াদি লক্ষ্য বলতে কী বোঝ?
গ. সালেহা বেগমের ছেলেমেয়েদের ডাক্তার হওয়ার লক্ষ্য কীভাবে বাস্তবায়ন হবে? ব্যাখ্যা করো।
ঘ. সালেহা বেগম তার পরিবারটির সর্বোচ্চ লক্ষ্য পূরণে কী কী পদক্ষেপ নেন? বিশ্লেষণ করো।

২নং প্রশ্নের উত্তর

ক। গৃহ ব্যবস্থাপনার চালিকা শক্তি হলো লক্ষ্য, মূল্যবোধ ও মান।

খ। স্থায়ী বা চূড়ান্ত লক্ষ্যকে দীর্ঘমেয়াদি লক্ষ্য বলে । দীর্ঘমেয়াদি লক্ষ্য সময় সাপেক্ষ এবং এটি সব সময় মনের মধ্যে বিরাজমান । এটি মধ্যবর্তী লক্ষ্যের ওপর প্রভাব বিস্তার করে। তাই এ লক্ষ্যের প্রভাব বেশি।

গ। সুনির্দিষ্ট লক্ষ্য আমাদের কাজের ধারা নির্ধারণ করে। লক্ষ্য ব্যক্তিগত জ্ঞান, দক্ষতা ও কর্ম আচরণকে কেন্দ্র করে গড়ে ওঠে। লক্ষ্য স্থির থাকলে আমরা সে অনুযায়ী এগিয়ে যেতে পারি। তাই সালেহা বেগম তার ছেলেমেয়েদের ডাক্তার হওয়ার জন্য এখন থেকেই নিয়মিত যত্ন নিচ্ছেন।

সালেহা বেগম তার ছেলেমেয়েদের নবম শ্রেণিতে ভর্তির সময় বিজ্ঞান বিভাগে ভর্তি ও নিয়মিত স্কুলে যাওয়ার ব্যাপারে উৎসাহিত করেন। এছাড়া ছেলেমেয়েদের ভালো ফলাফল অর্জনে সহায়তা, পড়ার সুবিধার জন্য যোগ্য গৃহশিক্ষক প্রদান ইত্যাদি বিষয়ে যথাযথ খেয়াল রাখেন।

সালেহা বেগম যেহেতু তার ছেলেমেয়েদের সার্বক্ষণিক সঙ্গী সেহেতু তাদের সবকিছু তিনি দেখাশোনা করেন। তিনি আদর, ভালোবাসা, নির্দেশ ও উপদেশের মাধ্যমে তার ছেলেমেয়েদের পড়াশোনায় উদ্বুদ্ধ করেন। এভাবেই সালেহা বেগমের ছেলেমেয়েদের ডাক্তার হওয়ার লক্ষ্য বাস্তবায়িত হবে।

ঘ। গৃহ ব্যবস্থাপনা হলো একটি ধারাবাহিক গতিশীল প্রক্রিয়া। গৃহ ব্যবস্থাপনা প্রক্রিয়ায় সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে লক্ষ্য অর্জন করা সম্ভব। নির্দিষ্ট লক্ষ্য পূরণে সঠিক সিদ্ধান্ত গ্রহণের কোনো বিকল্প নেই।

সালেহা বেগম তার পরিবারটির সর্বোচ্চ লক্ষ্য পূরণে কতগুলো পদক্ষেপ অনুসরণ করেন। তিনি কোনো কাজ করার পূর্বে কাজটি কীভাবে ও কার দ্বারা করা হবে ইত্যাদি সম্বন্ধে চিন্তা ভাবনা করেন।

আরও দেখুন  সমাজবিজ্ঞান ১ম পত্র ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর

তিনি সব ধরনের কাজ পরিবারের সদস্যদের দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা এবং ইচ্ছা অনিচ্ছার ভিত্তিতে ভাগ করে দেন। তিনি উক্ত কাজগুলোর মধ্যে সংযোগ সাধন করেন এবং কোথায়, কীভাবে করা হবে তা ঠিক করেন।

এছাড়াও সালেহা বেগম যে সকল সদস্যদের নির্ধারিত কাজে অন্তর্ভুক্ত করেছেন তারা শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করছে কি না তা পর্যবেক্ষণ করেন। এছাড়া পরিকল্পিত কর্মসূচি অনুসারে কাজ হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করেন। এরপর তিনি কাজটির ফলাফল যাচাই করেন। এভাবেই সালেহা বেগম তার গৃহের প্রতিটি কাজ সম্পন্ন করেন।

আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা বিষয়ক সকল ধরণের আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

About মেরাজুল ইসলাম

শিক্ষা মেলা একটি শিক্ষা মূলক ওয়েবসাইট। এখানে নিন্ম মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ সকল শ্রেণির সাজেশন, প্রশ্নোত্তর ও আর্টিকেল শেয়ার করা হয়।

Check Also

সমাজবিজ্ঞান ১ম পত্র ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর

সমাজবিজ্ঞান ১ম পত্র ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর

সমাজবিজ্ঞান ১ম পত্র ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর: আপনি কি একাদশ শ্রেণির ছাত্র? সমাজবিজ্ঞান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *